×

খেলা

বাংলাদেশের হয়ে অলিম্পিকে যাচ্ছেন যারা

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের হয়ে অলিম্পিকে যাচ্ছেন যারা

কাগজ প্রতিবেদক : চলতি মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাওয়া বিশ্ব অলিম্পিকের ৩৩তম আসরে বাংলাদেশের হয়ে ওয়াইর্ল্ড কার্ড পেয়ে খেলতে যাচ্ছেন দেশের দ্রুততম মানব খ্যাত ইমরানুর রহমান। তাতে ইমরানসহ দেশের তিনজন অ্যাথলেটের এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এর আগে আর্চারি থেকে সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন সাগর ইসলাম। এরপর ওয়াইর্ল্ড কার্ড নিয়ে শুটার রবিউল ইসলামের পর দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম নিশ্চিত হয়েছে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন উভয়ই বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ প্যারিস অলিম্পিকে ইতোমধ্যে শুটিং ও অ্যাথলেটিক্সে একটি করে ওয়াইল্ড কার্ড পেয়েছে। আর দুই সাতারু, এক বক্সার ও দুই গলফার এখনো ওয়াইল্ড কার্ড পাওয়ার আশায় রয়েছেন। এই পাঁচজনের মধ্যে দুই সাতারু রাফি এবং সোনিয়ার কার্ড পাওয়ার সম্ভাবনাই বেশি। বক্সার সেলিমের সম্ভাবনা তুলনামূলক কম আর গলফে সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে।

অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিকস এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন দিয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম আগেই বাছাই করে রেখেছে। আর তাতেই সায় দিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ। গতকাল বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ও বিওএকে জানিয়েছে। তাতে ইমরানুর রহমানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এ বিষয়ে বাংলাদশে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন,? ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে’। ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন এবং সেখানেই অনুশীলন করেন। ইংল্যান্ড থেকে ফ্রান্স স্বল্প দূরত্ব। তাই ইমরান ইংল্যান্ড থেকেই প্যারিস যাবেন।

উল্লেখ্য ওয়াইল্ড কার্ড প্রাপ্ত ক্রীড়াবিদরা একটির বেশি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন না।

তবে এবারের অলিম্পিকে আর্চারিতে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন আর্চার সাগর ইসলাম। গতবার টোকিও অলিম্পিকে সরাসরি খেলেছিলেন আর্চার রোমান সানা। তবে বোর্ডের সঙ্গে দ্ব›েদ্ব এবার বাংলাদেশ দলেই নেই রোমান। ‘২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট’ এর রিকার্ভ পুরুষ একক থেকে গত ১৭ জুন অলিম্পিকের টিকেট নিশ্চিত করেছেন সাগর। এই টুর্নামেন্টে রিকার্ভ এককে ৫ জনের জন্য অলিম্পিক কোটা ছিল। সুযোগটা কাজে লাগান সাগর। সেমিফাইনালে উঠেই অলিম্পিকের ছাড়পত্র পান, উঠে যান ফাইনালেও। তবে ফাইনালটা ভালো যায়নি তার। ফাইনালে ০-৬ সেটে উজবেকিস্তানের সাদিকভ আমিরখানের কাছে হেরে রুপা জেতেন। অলিম্পিকের সরাসরি খেলার সুযোগের পাশাপাশি রুপা জেতাও তার জন্য বড় অর্জন। সাগর ফাইনালে প্রতিদ্ব›িদ্বতা না গড়তে পারলেও সেমিফাইনালে দারুণভাবে জিতেছেন। কিউবার ফ্রাঙ্কো উগোকে ৭-১ সেট পয়েন্টে হারিয়েছেন। উগো র‌্যাঙ্কিং রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন। সেবার সাগর ছাড়াও অলিম্পিকের টিকেট পাওয়ার লড়াইয়ে ছিলেন আরো দুই বাংলাদেশি। রামকৃষ্ণ ও হাকিম আহমেদ রুবেল অবশ্য কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েন। অবশ্য বাকি দুজন সেমিফাইনালে উঠলেও বাংলাদেশ থেকে অলিম্পিকে সরাসরি সুযোগ একজনই পেত।

আগামী ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হবে। যদিও খেলা শুরু হয়ে যাবে তারও দুদিন আগে। ২৪ জুলাই ফুটবল, রাগবি সেভেন, হ্যান্ডবল ও আর্চারির নানা ইভেন্ট শুরু হবে। প্যারিস অলিম্পিক গেমস চলবে ১১ আগস্ট পর্যন্ত। এবার অলিম্পিকে বেশির ভাগ খেলাই হবে প্যারিসের প্রাণকেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছে ভিন্নতা। প্যারিসের সিন নদীর তীরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলেটরা নৌকায় চড়ে সিন নদীতে ঘুরবেন। অলিম্পিক ইতিহাসে এ প্রথম মূল স্টেডিয়ামের বাইরে নেয়া হলো উদ্বোধনী অনুষ্ঠান।

প্যারিসের ঠিক উত্তরে সেন্ট ডেনিস অঞ্চলে অবস্থিত ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদ দ্য ফ্রান্স এবারের অলিম্পিকের মূল ভেন্যু। এখানেই হবে সমাপনী অনুষ্ঠান। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফুটবল ক্লাবের হোম ভেন্যু দ্য পার্ক দেস প্রিন্সেসে অলিম্পিক গেমসের সব ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া টেনিস ও বক্সিংয়ের সব খেলা হবে ফ্রেঞ্চ ওপেনের ভেন্যু রোলাঁ গাঁরোয়।

এদিকে এবারের আসরে প্রথমবারের মতো প্রাইজমানি দিতে চলেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। অলিম্পিকের ১৩০ বছরের দীর্ঘ ইতিহাসে প্রাইজমানি প্রদানের কোনো নজির নেই। তবে সব খেলায় নয়। শুধু অ্যাথলেটিকসের খেলাগুলোয় প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। বিশ্ব অ্যাথলেটিকসের সর্বোচ্চ সংস্থাটি প্যারিস অলিম্পিকের জন্য মোট ২৪ লাখ ডলার প্রাইজমানির ঘোষণা দিয়েছে। অ্যাথলেটিকসে স্বর্ণজয়ী পাবেন ৫০ হাজার ডলার। তবে রৌপ্য ও ব্রোঞ্জজয়ীরা কোনো প্রাইজমানি পাবেন না। বাকি দুই পদকজয়ীরা প্রাইজমানি পাবেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস আসর থেকে। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের।

কিন্তু শেষ মুহূর্তে গেমস বয়কট করে। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে মার্চ পাস্টে জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠে নামলেও সেবার কোনো ডিসিপ্লিনে অংশ নেয়নি।

১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নেন। এরপর নিয়মিত অলিম্পিক গেমসে লাল-সবুজের পতাকা উড়ছে। তবে কোনো আসরেই পদক জেতা হয়নি বাংলাদেশের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App