×

খেলা

ফের যুবাদের কোচ হলেন নাভিদ

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ২০২০ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশের যুবা টাইগাররা। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বজয়ের পেছনের কারিগর ছিলেন প্রধান কোচ নাভিদ নেওয়াজ। এবার আবারো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফিরেছেন নাভিদ। দেশের দারুণ প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে তাদের কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্টের আওতাধীন জুনিয়র বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের ভূমিকায়ও কাজ করবেন এই লঙ্কান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেওয়াজকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নেওয়াজের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। তার চুক্তির মেয়াদ শুরু হয়েছে গতকাল থেকে।

খেলোয়াড়ি জীবনেই কোচিংয়ে নাম লেখানো নেওয়াজ ২০০৫ সালে খেলা ছাড়ার পর পুরোপুরি কোচ হিসেবে কাজ শুরু করেন। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাবের পাশাপাশি শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল, মেয়েদের জাতীয় দলসহ নানা দলে কোচিং করিয়ে ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেন তিনি।

এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন স্টুয়ার্ট ল ও ব্যাটিং কোচ ছিলেন ওয়াসিম জাফর। এবারো পূরণ হয়নি প্রত্যাশা। গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে পরের পর্বে পা রাখলেও সেখান থেকে আর সেমিফাইনালে উঠতে পারেনি তারা। স্টুয়ার্ট ল পরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেন।

বাংলাদেশ যুব দলের কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন ওয়াসিম জাফর ও সাবেক পাকিস্তানি ব্যাটার ইজাজ আহমেদও। শেষ পর্যন্ত নেওয়াজের ওপরই আবার আস্থা রাখল বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App