×

খেলা

আইসিসির সেরা একাদশে দাপট ভারতীয়দের

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : ১৩ বছর পর বিশ্বকাপ জয় করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস এক ফাইনালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে ভারত। পুরো টুর্নামেন্টজুড়েই দাপট ছিল রোহিতদের। তারই প্রমাণ পাওয়া গেল আইসিসির বেছে নেয়া টুর্নামেন্টের সেরা একাদশে। সেই তালিকায় আছেন ভারতের ছয়জন ক্রিকেটার। তবে বাদ পড়েছেন ফাইনালের নায়ক বিরাট কোহলি। ভারতের ছয়জন থাকলেও রানার্সআপ দক্ষিণ আফ্রিকার কেউ নেই। গত শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালের ফাইনালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির শিরোপা জেতে ভারত। আর তাতে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলেও স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত আইসিসির সেরা একাদশে দক্ষিণ আফ্রিকার কেউ না থাকলেও সেমিফাইনাল খেলা আফগানিস্তান থেকে আছেন তিনজন। সুপার এইট থেকে বিদায় নিলেও ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন করে আছেন। তবে সুপার এইটে খেলা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কেউ জায়গা পাননি।

আইসিসি ঘোষিত একাদশে ওপেনিং জুটিতে রাখা হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে। এবারের বিশ্বকাপে ২৫৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন রোহিত। আর ২৮১ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন গুরবাজ। এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। পুরো টুর্নামেন্টে ২২৮ রান করেছেন তিনি। তার পরের অবস্থান ভারতীয় মিডলঅর্ডার সূর্যকুমার যাদবের। দুই হাফসেঞ্চুরির ইনিংসের সঙ্গে তিনি করেছেন ১৯৯ রান। অস্ট্রেলিয়া সুপার এইট থেকে বাদ পড়লেও দলটির অলরাউন্ডার মার্কাস স্টয়নিস সেরা দলে জায়গা করেছেন ১৬৯ রান ও ১০ উইকেট নিয়ে।

অলরাউন্ড পারফরম্যান্সে সেরা একাদশে জায়গা করা বাকি দুজনই ভারতীয়। ফাইনালের শেষ ওভার করা হার্দিক পান্ডিয়া টুর্নামেন্ট শেষ করেন ১১ উইকেট ও ১৪৪ রান নিয়ে। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ফাইনালে ৪৭ রান করার আগে সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে ম্যাচসেরা হন ২৩ রানে ৩ উইকেট নিয়ে। বোলিং আক্রমণে ভারত ও আফগানিস্তানের দুজন করে রয়েছেন। ১৪ উইকেট নেয়া আফগান লেগস্পিনার রশিদ খান ও ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারি ফজলহক ফারুকির জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল না। তাদের সঙ্গে আছেন ১৭ উইকেট নেয়া ভারতীয় পেসার আর্শদীপ সিং ও মাত্র ৪.১৭ ইকোনমিতে ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হওয়া জাসপ্রিত বুমরাহ। দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ১৫ উইকেট নেয়া দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া।

সেরা একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ফজলহক ফারুকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে বিচারকের উদ্দেশে যা বললেন শাহরিয়ার কবির

আদালতে বিচারকের উদ্দেশে যা বললেন শাহরিয়ার কবির

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App