×

খেলা

শিরোপা জয়ে প্রশংসায় ভাসছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিরোপা জয়ে প্রশংসায় ভাসছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা

কাগজ ডেস্ক : এক যুগেরও বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা নিজেদের ঘরে তুলল ভারত। বিশ্বকাপের ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে টিম ইন্ডিয়া। এই শিরোপা যে শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিখরা ঘুচিয়েছে তা কিন্তু নয়, ২০১১ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আইসিসির কোনো ইভেন্টেই শিরোপা জিততে পারেনি ভারত। তাতেই লম্বা একটা সময় মুকুটহীন থাকতে হয়েছে ক্রিকেটের ধর্ম বলে পরিচিত ম্যান ইন ব্লুরা। তবে গতকাল ¯œায়ুযুদ্ধে জয়ী হয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছে রোহিত বাহিনী। আর এদিকে দলের এমন জয়ে ভারতের প্রধানমন্ত্রী, সাবেক খেলোয়াড় এমনকি জগদ্বিখ্যাত অভিনেতা অমিতাব বচ্চনের মতো গুণীজনের প্রশংসায় ভাসছেন রোহিত-কোহলিরা। আর এই বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো ভারতের অধিনায়ক রোহিতের ভাষ্য, শিরোপার জন্য সবাই মরিয়া ছিল বলেই শেষ পর্যন্ত তারা জিতেছে। তাতে ‘এ’ গ্রুপ পর্ব খেকে প্রতিটা ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জেতা ভারত প্রাইজমানি হিসেবে পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৬ লাখ টাকা)।

বার্বাডোজের কেনসিংটন ওভালে গতকাল হারতে হারতে শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের অতিমানবীয় ক্যাচে ম্যাচের মোড় ঘুরিয়ে ৭ রানের ব্যবধানে জিতে যায় ভারত। জয়ের খবর আটলান্টিকের জলরাশি পেরিয়ে মুহূর্তেই পৌঁছে যায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে। কালবিলম্ব না করে তৎক্ষণাৎ অভিনন্দন জানিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে না পারলেও জয়ের পর রোহিত-বিরাটদের ফোন করতে দেরি করেননি মোদি। জানালেন ১৪০ কোটি ভারতীয় তাদের নিয়ে গর্বিত। রোহিতকে মোদি বলেছেন, তোমার আগ্রাসী ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন দিক খুলে দিয়েছে। তোমার টি-টোয়েন্টি ক্যারিয়ার সবার মনে থাকবে। বিরাটকে মোদি বলেন, দারুণ লাগল তোমার সঙ্গে কথা বলে। ফাইনালের মতোই তুমি ভারতীয় ব্যাটিংকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছ। সব ধরনের ক্রিকেটে তুমি সফল। টি-টোয়েন্টি ক্রিকেট তোমার অভাব বোধ করবে। আমি জানি তুমি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

রোহিত-বিরাটদের ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং বুমরাকে। দলের উদ্দেশে মোদি বলেন, ‘এই টুর্নামেন্ট একটি বিশেষ কারণেও স্মরণীয় হয়ে থাকবে। এত দেশ, এত দল, তবে একটিও ম্যাচে আপনারা হারেননি। এটা কম কথা নয়। আপনারা ক্রিকেট জগতের সব মহারথীর বল খেলেছেন। আপনারা দুর্দান্ত জয় তুলে নিয়েছেন। একের পর এক জয় আপনাদের দৃঢ় সংকল্প করে, সেই সঙ্গে পুরো টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলেছে। এই জয়ের জন্য আমার পক্ষ থেকেও আপনাদের অনেক অনেক অভিনন্দন।’ আর বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, চোখে জল। ভারতীয় ক্রিকেটারদের মতো আমিও কাঁদছি। ভারত বিশ্বসেরা। উত্তেজনা, আবেগ, আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জিতে গিয়েছি। টিভি দেখিনি। টিভি দেখলেই আমরা হেরে যাই। কাঁদছি, শুধুই কাঁদছি। ভারতীয় দলের ক্রিকেটারদের মতোই কাঁদছি আমি।’ আর বিশ্বকাপের ট্রফি জেতাকে জন্মদিনের উপহার বলে মন্তব্য করেছেন ২০১১ সালে ভারতের আন্তর্জাতিক ট্রফি জেতানোর কারিগর মাহেন্দ্র সিং ধোনি। ব্যক্তিগত ইনস্টাগ্রামে রোহিতদের উদযাপনের একটি ছবি দিয়ে ধোনি লিখেছেন, ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তোমরা শান্ত থেকে, নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলে। এরপর যা করার দরকার ছিল, তাই করেছ। ভারত ও বিশ্বের প্রতিটি কোণে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশ্বকাপ ঘরে আনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। জন্মদিনের এই বিশেষ উপহারের জন্যও ধন্যবাদ।’ ৭ জুলাই ৪৩ বছর বয়সে পা দেবেন ধোনি। ভারতের বিশ্বকাপ জয়কে অগ্রিম জন্মদিনের উপহার হিসেবে নিয়েছেন তিনি। এদিকে এক্স হ্যান্ডেলে শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘ভারতীয় দলের জার্সিতে যতগুলো তারা যুক্ত হয়, আমাদের ছোট ছেলেমেয়েরা ততই স্বপ্নের দিকে এগিয়ে যায়। ভারত জার্সিতে চতুর্থ তারা যুক্ত করল। ২০০৭ সালের (ওয়ানডে) বিশ্বকাপে সে দেশের মাটিতে আমাদের পতন থেকে ২০২৪ সালে ক্রিকেটবিশ্বের মহাশক্তি হয়ে ওঠা।’

আর এই বিশ্বকাপকে নিজের খেলোয়াড়ি জীবনের আক্ষেপ ঘোচানোর উপলক্ষ্য হিসেবে আখ্যায়িত করেন ভারতের প্রধান কোচ ও সাবেক তারকা রাহুল দ্রাবিড়। গত শনিবার ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে শিরোপাখরা ঘোচানো নিয়ে দ্রাবিড় বলেন, ‘আপনারা জানেন, খেলোয়াড় হিসেবে আমার বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি।

কিন্তু আমি যখনই খেলেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা খেলারই অংশ।...আমি ভাগ্যবান আমাকে কোচের দায়িত্ব দেয়া হয়েছে আর ছেলেরা ট্রফি জিতে উদযাপনের সুযোগ করে দিয়েছে।’

এদিকে দ্বিতীয়বারের মতো শিরোপা উদযাপন খানিকটা ভিন্ন উপায়ে করলেন দলপতি রোহিত শর্মা। ম্যাচ জয়ের পর পরম শান্তি আর স্বস্তিতে মাঠে শুয়ে কিছুক্ষণ চোখবুঝে থাকলেন রোহিত। কিছুক্ষণ পরেই ছুটে যান ক্রিজের দিকে, যেখানে অল্প কিছুক্ষণ আগে ইতিহাস রচনা করেছেন তারা। গিয়েই আঙুল দিয়ে খুঁচিয়ে তুলে নিলেন পিচের ছোট্ট একটি টুকরা। আঙুল দিয়ে সেটা একটু নাড়িয়ে মুখে দিলেন রোহিত। মাটি খেয়ে এভাবেই উদযাপন করলেন রোহিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App