মার্করাম হারের পর যা বললেন
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : অল্প রানের ব্যবধানে ম্যাচ হারা স্বভাবতই কষ্টের বিষয়। গত শনিবার ভারতের কাছে মাত্র ৭ রানে হারার হতাশা তাড়া করে বেড়াচ্ছে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠে শেষ পর্যন্ত জিততে জিততে ভারতের কাছে ৭ রানে ব্যবধানে হেরেছে তারা। চোখের সামনে দলের হার দেখে হজম করতে কষ্ট হচ্ছে অধিনায়ক এইডেন মার্করামের। ফাইনালের হার হতাশার হলেও দলের এমন পারফরম্যান্স নিয়ে দলকে নিয়ে গর্বিত বলে মন্তব্য করেছেন মার্করাম।
ভারতের কাছে হার নিয়ে মার্করাম বলেন, ‘আপাতত হতাশ হয়েছি। দলের জন্য সত্যিই ভালো যাত্রা ছিল, এই পরাজয় নিয়ে আমাদের ভাবতে হলে কিছুটা সময় লাগবে। আপাতত খুবই দুঃখের বিষয়। তবে আমি এই দলের খেলোয়াড় ও দলের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে খুব গর্বিত। আমরা একটি ভালো অবস্থানে এসেছি, যা প্রমাণ করে যে আমরা ফাইনালিস্ট হওয়ার যোগ্য। আমরা আজকে জিততে পারতাম, দুর্ভাগ্যবশত পারিনি। তবুও আমি যেমন বলেছি, আমি এই দলের জন্য খুব গর্বিত। দক্ষিণ আফ্রিকানদের সম্পর্কে একটি জিনিস নিশ্চিত যে তারা সত্যিই প্রতিদ্ব›িদ্বতা করে, লড়াই ছাড়ে না। আশা করি সামনে আমরা এসব থেকে অনেক কিছু শিখতে পারব ও খেলার দক্ষতার দিকটি ভালোভাবে ব্যবহার করতে পারব। এটা এখনো (হেরে যাওয়ার পরও) আমাদের জন্য গর্বের মুহূর্ত।’ এদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া সূর্যকুমারের ক্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বেশ আলোচনা হচ্ছে ক্রিকেটপাড়ায়। বিতর্কিত এ ক্যাচটি নিয়ে এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামের কাছে।
তৃতীয় আম্পায়ার আরেকটু সময় নিয়ে রিপ্লে দেখতে পারতেন কিনা এমন প্রশ্নে তার জবাব বিনয়ের সুরে মার্করাম বলেন, ‘সত্যি বলতে, আমি এটা এখনো দেখিনি। দেখতে পারিনি। হ্যাঁ, রিপ্লে একটু দ্রুতই হয়েছে।’ দ্রুত সিদ্ধান্ত নেয়ায় আম্পায়ার হয়তো নিশ্চিত ছিলেন বলেই মত মার্করামের। ‘অবশ্যই তারা বেশ নিশ্চিতই ছিল যে এটা আউট এবং এ কারণেই রিপ্লে দ্রুত দেখেছে।’
তবে রিপ্লেতে বাউন্ডারির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল না দেখানোয় অনেকেই দাবি করছেন বাউন্ডারি লাইন থেকে দড়ি সরে গেছে খানিকটা। যদি দড়ি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে, সেক্ষেত্রে আইন কী বলে? ক্রিকেটের ‘অ্যালমানাক’ খ্যাত উইজডেন জানাচ্ছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘিœত (সরে যায়) হয়, তাহলে সীমানাটির আসল অবস্থান বিবেচনা করা হবে এবং তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে।’