×

খেলা

রিশাদ আইসিসির ‘ফ্যান্টাসি’ একাদশে

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : বিশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে। টানটান উত্তেজনার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। প্রোটিয়াদের আক্ষেপে পুড়িয়ে ১৭ বছর পর শিরোপা জিতে নিয়েছে ভারত। একই সঙ্গে ১৩ বছরের শিরোপাখরার আক্ষেপেরও অবসান হলো। ফাইনাল ম্যাচের পর বিশ্বকাপের সেরা একাদশ দিয়েছে আইসিসি। আসরের সেরাদের সেরা ক্রিকেটার নিয়ে এই একাদশ বানিয়েছে তারা। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। আসরজুড়ে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। মূলত ম্যাচের ফলাফলে বেশি প্রভাব সৃষ্টি করা ক্রিকেটারদের নিয়ে এই পয়েন্টিং করা হয়। যাকে ফ্যান্টাসি পয়েন্ট হিসেবে গণ্য করে, পরবর্তীতে একটি একাদশ গঠন করা হয়।

টুর্নামেন্ট চলাকালে এক সপ্তাহে হওয়া ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এমন একাদশ ঘোষণা করা হয়ে আসছিল। এবার পুরো টুর্নামেন্টের ফ্যান্টাসি একাদশ ঘোষণা করল আইসিসি। এবারের বিশ্বকাপে বিশ্বকে যেন তাক লাগিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। অনবদ্য পারফরম্যান্সে কেড়েছেন নজর, ছড়িয়েছেন মুগ্ধতা। আছেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা তিনে। সাত ম্যাচ খেলে ৭.৭৬ ইকোনমিতে রিশাদ নিয়েছেন ১৪টি উইকেট। ফলে জায়গা করে নিয়েছেন আইসিসি ফ্যান্টাসির একাদশে। ফ্যান্টাসিতে সবচেয়ে বেশি ৫৭৮ পয়েন্ট পেয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। রিশাদ একমাত্র বাংলাদেশি হলেও চ্যাম্পিয়ন ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, আফগানিস্তানের তিনজন করে ক্রিকেটার আছেন আইসিসি ফ্যান্টাসির একাদশে। রানার্সআপ দক্ষিণ আফ্রিকার একমাত্র প্রতিনিধি ত্রিস্টান স্টাবস। অধিনায়ক করা হয়েছে আফগান রূপকথার জন্ম দেয়া রশিদ খানকে।

সবমিলিয়ে পুরো একাদশে সমান তিনজন করে আছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। এর বাইরে একজন করে আছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। উইকেটরক্ষক হিসেবে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৪৩৭) এবং ব্যাটার হিসেবে ট্রাভিস হেড (৩৬১), ডেভিড ওয়ার্নার (২৮১) ও ত্রিস্টান স্টাবস একাদশে আছেন (২৫৪)। পয়েন্টের ভিত্তিতে একাদশে অলরাউন্ডার হিসেবে আছেন দুজন- হার্দিক পান্ডিয়া (৫৪৮) ও মার্কাস স্টয়নিস (৫১১)। ফ্যান্টাসি একাদশের বাকি পাঁচজন বোলার- অধিনায়ক রশিদ (৫৭৮), ফজলহক ফারুকি (৫৪৬), জাসপ্রিত বুমরাহ (৫০৯), আর্শদীপ সিং (৫০৪) ও রিশাদ হোসেন (৪৭৮)। রিশাদ মুগ্ধ করলেও বাংলাদেশের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি।

সুপার এইটে পা রাখলেও কোনো ম্যাচেই জয় পায়নি নাজমুল শান্তর দল।

আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় টাইগাররা। তবে ব্যক্তিগতভাবে বিশ্বকাপটা রাঙিয়ে রেখেছেন রিশাদ। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিকার করেছেন ১৪ উইকেট। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হয়েছিলেন ম্যাচসেরা। পরের ম্যাচগুলোতেও দারুণ বোলিং করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App