×

খেলা

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

চার টাইগারকে সুসংবাদ দিল আইসিসি

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার টাইগারকে সুসংবাদ দিল আইসিসি
কাগজ প্রতিবেদক : আর মাত্র ২২ দিন পর পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের মহাআসর টি-টিয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। বিশ্বকাপের আগে মিরপুর হোম অব ক্রিকেট মিরপুরে প্রস্তুতিতে ঘাম ঝরাতে ব্যস্ত, ঠিক তখনই দারুণ এক সুখবর পেলেন টাইগাররা। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং হালনাগাদে টাইগারদের ফর্মের উন্নতি হয়েছে। যেখানে বল হাতে আপন আলোয় উজ্জ্বল ‘গতিদানব’ খ্যাত তাসকিন আহমেদ, যেখানে ঢাকা এক্সপ্রেস সঙ্গে জায়গা হয়েছে টাইগার শিবিরের নতুন মুখ অফস্পিনার শেখ মেহেদীরও। ছয় ধাপ এগিয়ে তাসকিন ২৬তম স্থানে এসে পৌঁছেছেন, যেটা তার ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং। আর শেখ মেহেদীও ছয় ধাপ এগিয়ে ২২তম স্থানে জায়গা পেয়েছেন। আর ব্যাট হাতে জ¦লে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ,তাতে দুই ধাপ এগিয়ে ৮১তম স্থানে আছেন পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম এ টাইগার। মাহমুদউল্লাহর পাশাপাশি আছেন জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচে দলের জয়ে বড় অবদান রাখা তাওহিদ হৃদয়। এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো একশর নিচে নেমেছে হৃদয়। ২৬ ধাপ এগিয়ে নব্বইয়ে এসে পৌঁছেছে তার র‌্যাঙ্কিং। তবে মাহমুদউল্লাহ-তাসকিনরা সুখবর পেলেও র‌্যাঙ্কিং হালনাগাদ মন খারাপের কারণ হয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও লিটন দাসের। রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে এই দুই টাইগারের। আগের অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন লিটন। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবনতিও দুই ধাপ, তিনি আছেন ৩৪তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। সিরিজের পরের দুই ম্যাচেও ধরে রেখেছেন ধারাবাহিকতা। দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ২ উইকেট, তৃতীয় ম্যাচে পেয়েছেন ১ উইকেট। এমন পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। তার রেটিং পয়েন্ট ৫৭২, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। আর স্পিনার মেহেদী হাসান দুই ম্যাচে ৩ উইকেট পেয়েছেন। তাতে ছয় ধাপ এগিয়ে ২২তম স্থানে জায়গা পেয়েছেন। যেটা টাইগারদের মধ্যে বোলার হিসেবে সর্বোচ্চ অবস্থান। এদিকে দুই ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের পেছনে বড় অবদান রয়েছে তাওহিদ হৃদয়ের। তিন ম্যাচের সবগুলোতেই রান পেয়েছেন এই ব্যাটার। প্রথম দুই ম্যাচে ৩৩ ও ৩৭ রানের অপরাজিত ইনিংস, আর তৃতীয় ম্যাচে হৃদয় করেন ৫৭ রান। তাতে তিন ম্যাচে ১৩১ রান করে এখনো পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। বিশ্বকাপের আগে দারুণ ব্যাটিংয়ে আইসিসির র?্যাঙ্কিংয়েও বড় ধরনের অগ্রগতি হয়েছে এই ডানহাতি ব্যাটারের। ২৬ ধাপ অগ্রগতিতে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন হৃদয়। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটিং র?্যাঙ্কিংয়ে ৯১তম অবস্থানে আছেন হৃদয়। তার রেটিং ৩৯১। আর এই তালিকায় শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। তার রেটিং পয়েন্ট ৮৬১। এছাড়া অগ্রগতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। ২ ধাপ এগিয়ে ৮১তম অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম এই তারকা। অন্যদিকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেরা অবস্থানে থাকা লিটন দাসের এ সিরিজে জ্বলে উঠতে না পারায় দুই ধাপ অবনমন হয়েছে। ২৯ থেকে ৩১তম স্থানে আছে। এতই দশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। দুই ধাপ অবনমন হয়ে এখন আছেন ৩৪ নম্বরে। এদিকে ঢাকায় হোম অব ক্রিকেট মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ দুই ম্যাচে জিততে পারলে আত্মবিশ্বাসের পাশাপাশি নিজেদের ঝালিয়ে নিতে পারবে টিম টাইগার। মিরপুর শেরেবাংলায় জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে টিম বাংলাদেশ। সেই সঙ্গে ব্যাটিং ও বোলিংয়ে আরো দ্যুতিময় পারফরম্যান্সের প্রত্যাশা তো আছেই। অপরদিকে সিরিজে রানের এমন দুর্ভিক্ষের পাশাপাশি আলোচনায় আছে লিটনের আউটের ধরনটাও। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে লিটন স্বীকার করে নিলেন নিজের অফফর্মের কথা। তবে সঙ্গে এ-ও জানিয়েছেন সামনেই হাসবে তার ব্যাট। লিটন বলেন, ‘রান নিয়ে আমি উদ্বিগ্ন না। আমার কাজ আমি করে যাচ্ছি। সেটা যদি হোটেলে থেকেও হয়, ওটা যদি উন্নতির কাজ হয় ওটাও করব। আসলে মানুষ সব সময় ফলাফল আশা করে। আপনি যদি টানা পাঁচ দিন অনুশীলন না করেন তাহলেও ভালো। কিন্তু নিয়মিত অনুশীলন করেও যদি ব্যর্থ হন তাহলে ভাববে ওটাই খারাপ। ওটা নিয়ে উদ্বিগ্ন না। নিজেকে কতটা দিতে পারছি ম্যাচে, অনুশীলনে ওটা বেশি গুরুত্বপূর্ণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App