×

খেলা

হারের পর ক্ষোভ ঝাড়লেন এমবাপ্পে

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গতকাল ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে জার্মান ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ থেকে ছিটকে গিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। এমন হারের পর ক্ষোভ প্রকাশ করেছে ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ানো এমবাপ্পে। পাশাপাশি হারের দায়ও নিজের কাঁধেই নিলেন এই তারকা ফরোয়ার্ড। তিনি জানিয়েছেন, দলের জন্য সর্বর্স্ব দিয়ে খেলেছেন। তবে শেষ পর্যন্ত কিছুই করতে পারেননি। যা করেছেন, আসলে তা যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমবাপ্পে বলেন, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু যথেষ্ট করতে পারিনি। যখন প্রতিপক্ষ বক্সের ভেতরে কার্যকরী কিছু করার কথা উঠবে, তখন সবার লক্ষ্য আমার দিকেই আসবে। আমারই গোল করা উচিত ছিল। আমি পারিনি। যখন সবকিছু ভালো থাকে, সব আলো আমার ওপরই থাকে। যখন দিন খারাপ যায় দায়টাও আপনাকে নিতে হবে। এটা কোনো সমস্যা নয়।’ এমবাপ্পে আরও বলেন, যার প্রথমে গোল করা উচিত ছিল, সেটা হলাম আমি। এটিই আমাদের জীবন এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সঙ্গে আমার দলকেও এগিয়ে রাখতে হবে। গতকাল নিজেদের ঘরের মাঠে বলের ৭০ শতাংশ দখল নিজেদের কাছে রেখেছিল পিএসজি। গোলপোস্ট থেকে ফিরে এসেছে চারটি শট। এরপরও হার। এমন ফলাফল কতটা হতাশ করেছে এমবাপ্পেকে, তা হয়তো একমাত্র তিনি নিজেই অনুভব করতে পারবেন। এমবাপ্পে অবশ্য একে দুর্ভাগ্য বলেননি। বলেছেন, এটি আসলে যথেষ্ট ছিল না। এমবাপ্পে বলেন, ‘জানি না, তারা আমাদের চেয়ে ভালো ছিল কি না। তাদের ছোট করে দেখার দরকার নেই। আমার মতে, বক্সে তারা আমাদের চেয়ে ভালো ছিল। তারা এক-দুবার বক্সে এসেছে, গোল করেছে। আমরা ওদের পাশে অনেকবারই গিয়েছি। তবে গোল করতে পারিনি। এটাই সত্য। দুর্ভাগা নাকি, সে বিষয়ে কথা বলতে আমি পছন্দ করি না। সবকিছু ভালো থাকলে পোস্টে লাগে না, গোল হয়ে যায়। আমরা যথেষ্ট ছিলাম না। বিশেষ করে আক্রমণভাগে খেলা ফুটবলাররা।’গতকাল ৫০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেড করে পিএসজির জালে বল জমা করেন ডর্টমুন্ডের ম্যাটস হুমেলস। শেষ পর্যন্ত আর সেই গোল শোধ করতে পারেনি পিএসজি। এতে ২০১৩ সালের পর প্রথম ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জার্মান ক্লাব ডর্টমুন্ড। আগামী ১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App