×

খেলা

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি জ্যোতিরা?

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি জ্যোতিরা?
কাগজ প্রতিবেদক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচেই খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানের হেরে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানে হারে লাল-সবুজের জার্সিধারীরা। সর্বশেষ ৩য় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বিশাল ব্যাবধানে হেরে সিরিজ হাতছাড়া করে নিগার সুলতানা জ্যোতিরা। এরপর ৪র্থ ম্যাচে বৃষ্টি আইনে ৫৬ রানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। সিরিজের শেষ ম্যাচ তথা হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে ইতোমধ্যেই বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। পাশাপাশি নিজেদেরে গ্রুপের সদস্য হিসেবে সর্বশেষ স্কটল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। নিজ দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ তার সর্বোচ্চ সুবিধা ভোগ করতে চাইবে। এদিকে বিশ্বকাপের আগে এটিই মেয়েদের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ। ফলে বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটিই মেয়েদের সর্বশেষ সুযোগ। তবে পরপর চারটি ম্যাচে খুব বাজেভাবে হেরে সিরিজ হাতছাড়া করা একটু হতাশারই বটে। এবার তাদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চাইবে বাংলাদেশের মেয়েরা। তবে মেয়েদের পারফরম্যান্স সেই অর্থে খুবই হতাশাজনক। ভাবখানা এই যেন শত রান করার সামর্থ্যই নেই বাংলাদেশের মেয়েদের। বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। যদিও পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচেই জয়হীন বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের ১৪৫ রানেই আটকে দিয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা। তবে লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১০১ রান করতে পারে বাংলাদেশের মেয়েরা। এদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভারতের মেয়েদের ১২০ রানের লক্ষ্য দিলেও বৃষ্টির বাগড়ায় ১৯ রানে জয় পায় ভারত। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভারতের মেয়েদের লক্ষ্য দেয় ১১৮ রানের। তবে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় ভারত। এদিকে ৪র্থ ম্যাচে বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দেয় ভারত। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৬৮ রান করতে পারে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৪ সালে প্রথম বাংলাদেশ সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। যদিও সে বার ওয়ানডে সিরিজে দুই দলের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সিরিজের শেষ ওয়ানডেতে নাহিদা আক্তারের বলে সুইপ খেলতে গিয়ে সফরকারী অধিনায়ক হারমানপ্রীতের ব্যাট ও পা ছুঁয়ে সিøপারের হাতে ধরা পড়ে। ওই সময় আবেদনে সাড়া দিয়ে তাকে আউট দেন আম্পায়ার তানভীর আহমেদ। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ হারলেও শেষটিতে জয় পায়। ওয়ানডেতে অনেক নাটকীয়তা, বিতর্কের সিরিজটি ড্র করে দুই দল। সেই সিরিজটিতে ভারত অধিনায়ক নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন। আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন। যদিও এমন কাণ্ডে শাস্তির মুখোমুখি হন হারমানপ্রীত। এ পর্যন্ত ভারতের বিপক্ষে মোট ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার মধ্যে জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে। অন্যদিকে একদিনের ক্রিকেটে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। সমতায় ফিরেছে একটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App