×

খেলা

বিশ্বকাপে স্কটল্যান্ডকে পেল টাইগ্রেসরা

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে স্কটল্যান্ডকে পেল টাইগ্রেসরা
কাগজ প্রতিবেদক : আগামী ৩ অক্টোবর মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন আসরের আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রাথমিকভাবে বাংলাদেশের গ্রুপে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর বিশ্বকাপ কোয়ালিফাইয়ার খেলে দুটো দল আসার কথা ছিল দুই গ্রুপে। এবার সে কোয়ালিফাইয়ারের রানার্সআপ দল স্কটল্যান্ডকে গ্রুপ সঙ্গী হিসেবে পেল বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আগামী ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকা বিকাল ৩টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। ৬ অক্টোবর টাইগ্রেসরা সন্ধ্যা ৭টায় ইংলিশদের মোকাবেলা করবে। আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে অনেকটা একপেশে জয়ই পেয়েছে লঙ্কান নারীরা। আগে ব্যাট করতে নেমে সময়ের সেরা ব্যাটার চামারি আতাপাত্তুর হাত ধরে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় লঙ্কান মেয়েরা। ১০২ রানের দারুণ এক সেঞ্চুরি করেন চামারি আতাপাত্তু। জবাবে লঙ্কান মেয়েদের বোলিং তোপে পড়ে মাত্র ৭৫ রানেই ৭ উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর র?্যাচেল সø্যাটার ও ক্লোয়ি অ্যাবেলের সুবাদে কোনোক্রমে ১০০ পার হয় স্কটিশ নারীদের দলীয় স্কোর। ২০ ওভারে তারা তোলে ১০১ রান। হারতে হয় ৬৮ রানের বড় ব্যবধানে। তবে, তাতে স্কটিশদের বিশ্বকাপ অংশগ্রহণ আটকাচ্ছে না। গ্রুপ ‘বি’র সদস্য হয়ে প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপে অংশ নেবে ইউরোপিয়ান দেশটি। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। ১০ দলের অংশগ্রহণে এবারের আসরে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৩ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২’তে। এর আগে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্বকাপের সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সূচি ঘোষণার পাশাপাশি টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়েছে সেখানে। সেখানেই এবারের নারী বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে স্বাগতিক মেয়েরা। যেখানে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইয়পর্বের ফাইনালে রানার্স আপ হওয়া দল স্কটল্যান্ড। মোট ১০টি দেশ অংশ নেবে ৯ম আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। মোট ৫টি করে দল নিয়ে দুটি গ্রুপ তৈরি করা হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে প্রতি গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। ৩ অক্টোবর শুরু হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ২০ অক্টোবর। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি হলেও বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২’তে। উল্লেখ্য বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়। গ্রুপ ‘এ’র খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর ‘বি’র খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আগামী ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৬ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। নিজেদের ৩য় ম্যাচে আগামী ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে বিকাল ৩টায় মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। লাল-সবুজের প্রতিনিধিদের ৪র্থ ম্যাচ আগামী ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় সুযোগের সর্বোচ্চ ব্যাবহার করতে চাইবে বাংলাদেশের মেয়েরা। তবে মেয়েদের পারফম্যান্স সেই অর্থে খুবই হতাশাজনক। ভাবখানা এই যে দেড়শ রান করার সামর্থই নেই বাংলাদেশের মেয়েদের। বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। যদিও পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচেই জয়হীন বাংলাদেশের মেয়েরা। আজ সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App