×

খেলা

ম্যারাডোনার গোল্ডেন বল নিলামে উঠছে

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : নশ্বর এ পৃথিবীতে যে কজন মানুষের নাম পৃথিবীর বুকে চিরতরে খচিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতানোর মূল কারিগর, ফুটবল বরপুত্র দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ সালের ওই বিশ্বকাপে সব আলো কেড়ে নিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। তার নেতৃত্বে আলবিসেলেস্তেরা জেতে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। তাতে ম্যারাডোনা হয়ে যান ‘অবিনশ্বর’। এর আগের বিশ্বকাপ আসর থেকে চালু হওয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বল অ্যাওয়ার্ডও ওই আসরে জেতেন তিনি, যদিও পরে সেটি তার মেক্সিকোর বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল। তবে এবার ম্যারাডোনার সেই ‘গোল্ডেন বল’ নিলামে তুলছে ফ্রান্সের নিলামকারী প্রতিষ্ঠান অ্যাগুটস। চুরি হওয়ার পর অনেক বছর ধরেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সেটির। বেঁচে থাকতে কত আক্ষেপ ছিল এটা নিয়ে, এমনকি মাফিয়াদের পর্যন্ত অনুরোধ করেছিল ম্যারাডোনা। আর যখন সেই গোল্ডেন বলের হদিস পাওয়া গেল তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন ‘ঈশ্বরের হাত’ হিসেবে খ্যাত ম্যারাডোনা। কিভাবে ফিরে পাওয়া গেল ইতিহাসের সাক্ষী এ গোল্ডেন বল? থিয়েরি জানিয়েছেন কীভাবে ম্যারাডোনার গোল্ডেন বল তাদের হাতে এসেছে। তিনি বলেন, ‘২০১৬ সালে এক লোক আরও অনেক জিনিসের সঙ্গে এটিও নিয়ে আসেন নিলামে তোলার জন্য। সেই লোকটির জানা ছিল না যে এটি এত গুরুত্বপূর্ণ। সেই লোক বেশ কটি ট্রফি নিয়ে এসেছিল। এরপর তিনি ইন্টারনেটে সার্চ দিয়ে জানতে এটিই সম্ভবত সেই গোল্ডেন বল। তিনি ম্যারাডোনা ও ফিফার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করেছিলেন, কপাল খারাপ, সেটি সম্ভব হয়নি।’ নিলামকারী প্রতিষ্ঠান অ্যাগুটসের ক্রীড়াবিশেষজ্ঞ ফ্রাসোয়া থিয়েরি বিবিসি স্পোর্টকে জানিয়েছেন, ‘এটা নিয়ে কত গল্পগাঁথা ছড়িয়েছে। অনেকে বলে থাকেন স্বর্ণের লোভে মাফিয়ারা এটিকে গলিয়ে ফেলেছে। সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আমরা পুলিশকে জানিয়েছি এর কথা। বলটা এক বছর ধরেই আছে আমাদের কাছে। এটি যে সেটিই, তা পুরোপুরি নিশ্চিত হতে আমরা এটা নিয়ে অনেক গবেষণা করেছি। যারা এটি বানিয়েছিল, তাদের সঙ্গেও কথা বলেছি।’ অ্যাগুটসের প্রতিনিধি থিয়েরি মনে করেন আগামী মাসে নিলামে উঠতে যাওয়া গোল্ডেন বলটাও চড়া দামে বিক্রি করতে পারবে তারা। তিনি জানান, ‘এই ট্রফিটা তার (ম্যারাডোনার) খেলোয়াড়ি সামর্থ্যরে চূড়ান্ত প্রতীক। তিনি যে শতাব্দীর সেরা খেলোয়াড়, সেটিরও। আমার মনে হয়, ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচের তার জার্সি ৯ মিলিয়ন পাউন্ডে এবং সেই ম্যাচের বল ২ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে। আশা করছি, এটির দামও কয়েক মিলিয়ন উঠবে।’ ১৯৮৬ সালের ওই বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনালের চেয়েও বেশি আলোচিত কোয়ার্টার ফাইনাল। ফকল্যান্ড যুদ্ধের উত্তেজনার মধ্যেই সেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-আর্জেন্টিনা। ম্যাচেও ছড়িয়ে পরে যুদ্ধের আবহ। এই ম্যাচেই ম্যারাডোনা করেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুই গোল-হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি। সেমিফাইনালেও করেছিলেন জোড়া গোল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App