×

খেলা

আসাদের নেতৃত্বে আবারো পাপুয়া নিউগিনি

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ২০২১ সালের আসরে নিজেদের প্রথমবারের মতো জানান দেয় দেশটি। গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি সেবার। গত বছর ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারের শীর্ষ দল হিসেবে আবারো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরের জন্য দল ঘোষণা করেছে তারা। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দল ঘোষণা করেছে আইসিসির সহযোগী দেশটি। বুধবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট পাপুয়া নিউগিনি। ২০২১ সালে আরব আমিরাত ও ওমানের অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করেছিলেন আসাদ। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি করেছিলেন হাফ সেঞ্চুরি। এবারো দেশটির নেতৃত্বে থাকছেন আসাদ ভালা। তার সহকারী হিসেবে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার সিজে আমিনি। এছাড়াও আগের আসর থেকে অভিজ্ঞ কিছু খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে তারা। ২০২১ বিশ্বকাপের দল থেকে এবারের বিশ্বকাপের দলেও ১০ জন সুযোগ পেয়েছেন। সেই বিশ্বকাপে রিজার্ভ দলে থাকা জ্যাক গার্ডনার এবার ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন। কোয়ালিফায়িং পর্বে অপরাজিত ছিল পাপুয়া নিউগিনি। ঘরের মাঠে ছয় ম্যাচ জেতার পর জাপান, ভানাতু, ফিলিপাইনের মতো চ্যালেঞ্জিং দলগুলো পার করে আঞ্চলিক ফাইনালে খেলেছে পাপুয়া নিউগিনি। সম্প্রতি দলটির প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার নাথান রিয়ার্ডনের স্থলাভিষিক্ত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার টাটেন্ডা টাইবু। কোয়ালিফাইং গ্রুপে খেলা ১৪ খেলোয়াড় সুযোগ পেয়েছেন মূল বিশ্বকাপের টিকেট। মালয়েশিয়া ও ওমান সফরে ভালো করে ফিরেছেন ২০২১ সালের বিশ্বকাপে খেলা চাঁদ সপার। দলের সবচেয়ে তরুণ ক্রিকেটার বাঁহাতি স্পিনার জন কারিকো যিনি ২০২২ সালে পাপুয়া নিউগিনির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে খেলবে পাপুয়া নিউগিনি। যাদের গ্রুপসঙ্গী স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিউগিনির মিশন শুরু হবে ২ জুন। সেদিন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে তারা। এই ম্যাচে যে দল জিতবে তারাই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের মুখ দেখবে। এরপর ৫ জুন উগান্ডার বিপক্ষে মাঠে নামবে নিউগিনি। ১৩ জুন তৃতীয় ম্যাচে নিউগিনির প্রতিপক্ষ আফগানিস্তান এবং ১৭ জুন শেষ ম্যাচে তাদের প্রতিদ্ব›দ্বী মহাদেশীয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাপুয়া নিউগিনির বিশ্বকাপ স্কোয়াড : আসাদোল্লা ভালা (অধিনায়ক), সিজে আমিনি (সহঅধিনায়ক), আলেই নাও, চাঁদ সপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপ্লিং ডরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সিমা কামেয়া, সেসে বাউ ও টনি উরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App