×

খেলা

বাবরকে হাতছানি দিচ্ছে রেকর্ডের হ্যাটট্রিক

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব নিয়ে ক্রিকেট পাড়ায় যে হইচই হলো তাতে বাবর আজম বেশ ভালোভাবেই আলোচিত হয়েছিলেন। রেকর্ডের পরিসংখ্যান হাতছানি দেয়ায় আবারো ক্রিকেট অঙ্গনে আলোচনায় আছেন ম্যান ইন গ্রিন অধিনায়ক। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে তিনটি রেকর্ড গড়ার দারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বাবর। দেশের জার্সিতে সবচেয়ে বেশি জয়, দেশকে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে এবং অন্যটি এই সিরিজের যদি পুরোপুরিভাবে নিজেকে মেলে ধরতে পারেন তাহলে টি-টোয়েন্টিতে একমাত্র পাকিস্তানি হিসেবে ৪০০০ রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ড করবেন বাবর। বর্তমানে দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশিসংখ্যক ম্যাচে জয় লাভ করার যৌথভাবে রেকর্ড আছে পাকিস্তানের বাবর আজম আর উগান্ডার অধিনায়ক ব্রিয়ান মাসাফার। উভয় দলপতি জয় দেখেছেন ৪৪টি করে। যদি এ সিরিজে জয় লাভ করতে পারে তাহলে এ রেকর্ড এককভাবে নিজের নামে করার সুযোগ আছে বাবর আজমের সামনে। অন্যদিকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়ার রেকর্ড এখন পর্যন্ত নিজেদের হাতে ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ ও বাবর। বর্তমানে ৭৬ ম্যাচ নিয়ে যৌথভাবে এই তালিকায় শীর্ষে আছেন তারা। আগামী শুক্রবার মাঠে নামার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটি দেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন পাকিস্তানের অধিনায়ক। এছাড়া এই সিরিজ খেলার মাধ্যমে একমাত্র পাকিস্তানি হিসেবে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ রয়েছে বাবরের সামনে। টি-টোয়েন্টিতে বাবরের বর্তমান রান সংখ্যা ৩ হাজার ৮২৩। আয়ারল্যান্ড সিরিজে তিনি ১৭৭ রান করতে পারলেই প্রথম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। আর ২১৫ রান করতে পারলে বিরাট কোহলিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন বাবর। টি-টোয়েন্টিতে বর্তমানে কোহলি ৪০৩৭ রান নিয়ে শীর্ষে ও রোহিত শর্মা ৩৯৭৪ রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। এরপরেই রয়েছেন বাবর আজম। তবে এ সিরিজের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে সুযোগ রয়েছে সেটাকে কতটুকু কাজে লাগাতে পারেন সেটা মাঠের পারফর্ম্যান্স বলে দিবে। তবে এখন ফর্মে থাকা বাবর সেই সুযোগ হাতছাড়া করবেন না- তা কিছুটা অনুমান করা যায়। উল্লেখ্য গত বছরের অগাস্টে ওয়ানডে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হাশিম আমলাকে পেছনে ফেলে ক্রিকেটে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড গড়েছিলেন বাবর। শীর্ষস্থান দখল করা অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। কারণ এতদিন কীর্তিটি যার দখলে ছিল, তাকে আরও আগেই টপকে গিয়েছিলেন তিনি। ১০০ ইনিংস শেষে ওয়ানডেতে আমলার রান ছিল ৪৯৪৬। ৫০ ওভারের ক্রিকেটে ১০০ ইনিংস খেলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইতিহাসের একমাত্র ব্যাটারও বাবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App