×

খেলা

বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণে নেমেছে আইসিসি

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণে নেমেছে আইসিসি
কাগজ প্রতিবেদক : আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এবারের আসরে আয়োজক বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের ভেন্যু যাচাইয়ে গত রবিবার ঢাকায় এসেছে আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। গতকাল মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছে দলটি। মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে আজ সিলেটে যাবে তারা। এদিকে বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশন যাচাই করতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশ সফরে আসবে ভারতের নারী ক্রিকেট দল। আগামী ২৮ এপ্রিল সিলেটে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজকে সামনে রেখে আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে গত মাসে কন্ডিশন যাচাইয়ে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। গতকাল শেরেবাংলায় আসার পর মাঠের সবকিছুই ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন আইসিসির প্রতিনিধি দল। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই দেখেছেন তারা। এদিকে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় মিরপুরের সঙ্গে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। আর প্রথম দিনে গতকাল মিরপুর পরিদর্শন করেন তারা। আজ সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বাংলাদেশে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার। দীর্ঘ ১০ বছর পর আবারও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এরই মাঝে অস্ট্রেলিয়ার নারীরা সফর করেছে বাংলাদেশ আর আজ আসছে নারী ক্রিকেট দল। ইতোমধ্যেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চমক দেখিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সি ডানহাতি পেসার হাবিবা ইসলাম পিংকি। বরাবরের মতো টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ফারজানা আক্তার লিসা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রুবাইয়া। ওই সিরিজের দলে থাকা স্পিন বোলিং অলরাউন্ডার সুমাইয়া আক্তারকে এবার রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে হাবিবাকে। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহঅধিনায়ক নাহিদা আক্তারসহ রয়েছেন মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক ও হাবিবা ইসলাম পিংকি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্যে তিনটি ম্যাচ হবে দিবা-রাত্রির। প্রায় এক যুগ পর সিলেটে ফ্লাডলাইটের আলোয় খেলবে মেয়েরা। টি- টোয়েন্টি নারী বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে খেলতে একের পর এক বড় দলগুলো আসছে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো সিরিজ খেলেছে মেয়েরা। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, কৃত্রিম আলোতে। এরপর ২ ও ৬ মে পরের দুটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচ মূল মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায়। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ হারলেও শেষটিতে জয় পায়। ওয়ানডেতে অনেক নাটকীয়তা, বিতর্কের সিরিজটি ড্র করে দুই দল। সেই সিরিজটিতে ভারত অধিনায়ক নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন। আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন। যদিও এমন কাণ্ডে শাস্তির মুখোমুখি হন হারমনপ্রীত। এ পর্যন্ত ভারতের বিপক্ষে মোট ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার মধ্যে জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচে। অন্যদিকে একদিনের ক্রিকেটে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। সমতায় ফিরেছে একটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App