পুনর্জন্ম
দুলাল সরকার
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মানুষের পুনর্জন্ম না হলেও জন্মায় শয়তান, কালে কালে ভিন্ন নামে
জন্ম নেয় বিষবৃক্ষ, কংশের দল;
পরিবর্তনশীল আবহাওয়ায় সুপ্তোত্থিত
ওরাই পুঁজিবাদ... প্রথম বৃষ্টির স্পর্শে
যেমন জঙ্গল উঠে গ্রাস করে ফসলের ক্ষেত... বৃক্ষকে জড়িয়ে লকলকে
বেড়ে ওঠে দুর্বৃত্ত ইউকিলিপটাস;
ছদ্মবেশী সে শৃগাল কেউ হবে সমাজ সেবক- লুটেরা ব্যবসায়ী,
ধর্মের স্টিয়ারিং হাতে ধূর্ত কোকিল মধুর সংগীতে
ভুলাবে মানুষ; পুঁজি করে আবেগের বাঁশি
ইঁদুর নিধনের কথা বলে কেউ এক জাদুকর পুনর্বার মোহাবিষ্ট করবে
কাক্সিক্ষত সুন্দর...