কবিসত্তা
ফরিদ আহমদ দুলাল
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কবিরা কখনো পরজীবী নয় নিজস্ব মাটিতে ওঠে বেড়ে
ভুলেও নেবে না অন্যের সম্পদ কেড়ে!
কবিরা দলান্ধ-দলকানা নয় বঞ্চিতের পক্ষে থাকে
অমোঘ দায়িত্ব পালনের স্বার্থে তারা সত্যের সপক্ষে ডাকে;
কবির বিশ্বাস-বুনিয়াদ ঠুনকো নয়
সে কখনো মিথ্যা আস্ফালনে করে না জুজুর ভয়!
স্বার্থান্ধতায় তোমরা নতজানু হও বৈভবের পায়
বাঁচাতে পারের কড়ি কবি চড়ে না দুর্বৃত্ত না’য়
অযথা কবির নামে কলঙ্ক রটাও
নিজের অন্ধতা-দোষ সজ্জন কবিকে ছুড়ে দাও!
মিথ্যা স্তাবকতা রচনা কবির কর্ম নয় পৃথিবীতে
কূপমণ্ডূকের ভিড় থেকে কবিরা কল্যাণ তুলে আনে মানুষের হিতে
বিপণি-বিতান খুলে স্বার্থোদ্ধার কবির অভীপ্সা নয়
নিজের গভীর খুঁড়ে তুলে আনে শুদ্ধ কবিতার পরিচয়।
ঈশ্বরের মতো নির্লোভ-নির্ভয় সৎ-নিষ্ঠ কবি
যেমন বিশ্বকে আলো দিতে পূর্বাকাশে ওঠে রবি!
কবি-রবি সমার্থক পৃথিবীতে মানি
কবির দ্যুতিতে সভ্যতার নিরন্তর জানাজানি।