দৌড়ঝাঁপ
বাবুল আনোয়ার
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যা ছিল কাছে- দূরে স্মৃতিতে উজ্জ্বল
ভুলে গেছি তার রক্তাক্ত মৌন আধার
গৌণ আজ চলনবিলের ঘন কল্লোল
রেখা ম্যাডামের নীল শাড়ির আঁচলে
আঁকা ছিল যে প্রসিদ্ধ কোমল মুগ্ধতা
চানখাঁরপুলের পুরনো বাড়ির ছাদে
অস্তমিত নিঝুম খাঁ খাঁ জোছনার মতো
¤øান হয়ে গেছে তার বিস্মিত প্রভা
আজ শুধু অকারণে বসে থাকা
নিষ্ফল আশা বুকে ধরে অবিরাম
ব্যাংকলোনের অপ্রাপ্ত কিস্তি আদায়ে
অফিস-আদালতে দৌড়ঝাঁপ সারাবেলা।