শামসুন্নাহারের জন্য পঙ্ক্তিমালা
সায়েম অনিন্দ্য
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আয়নায় দাঁড়ালে আমি রাজার সুরত দেখি
মনে হয় আমার অতীত পুরুষে-
মহারাজ শমসের ছিল কেউ।
সোনায় সোহাগা বদন আমার।
দু’পার্টি ভ্রæর নিচে দুখানি মায়ার দয়াল,
মায়ায় দাঁড়ায়ে আছে শুক্রমহল।
দেখো! রাজকীয় গোঁফের নিচে
কী সম্ভ্রান্ত দাড়ি,
শুধু তুমিই চিনলা না আমাকে নারী।
কীভাবে চিনবে তুমি?
একশত ত্রিশ টাকার ভয়েল কাপড়ের নিচে-
তোমার প্লাস্টিক শরীর।
মন?
সেতো এক উনিশে ফতুর হাওয়া চেরোনোবিলবাড়ি।
কী আছে তোমার? অন্ধকার চুল?
মুণ্ডুতে সেতো আছে সকল নারীর।
সিনাতে পাহাড়?
সেখানে মলম দিছে, ‘ঘর দিব’
-এই বলে কত প্রতারক।
-তবুও তোমাকে নারী শুনিয়েছিলাম, সবুজ প্রেমের কথা,
দিতে চেয়েছিলাম আমি বিশ্বাসে সজিবতা।
অথচ রাজার সুরত আমার। আয়নার দাঁড়ালে দেখি-
পূর্বপুরুষ আমার শখের সিরাজ।