পাখিরা আঁধার নৈঋতে
রেজাউর রহমান সবুজ
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যাকে আঁকড়ে ধরে বাকিটা পথ চলতে
মনের বিধির নিয়নে জমে থাকা ব্যথা
আকাশের নীল রঙে খেলা মেঘের ভেলা
দূরে কোন গাঁয়ের অজানা বাল্য শ্যামল বর্ণের,
শিউলি ফুলের খোঁপায় মনের রানি
বেহালার সুরের তানে আচমকা চিমটি
অতঃপর চোখের কোণে হারানোর অংক কষে
সেই সরলরেখা হঠাৎ করে অশুভ প্রতীক চিহ্ন
বাকিটা সময় আমার কাছে রেখে ছুটে যাওয়া
দিগন্ত রেখা ছুয়ে পাখিরা আঁধার নৈঋতে
জীবনের কতকাল পরে নিজের চেতনা ফিরে
অহেতুক ভাবনাগুলো নিয়ে, না কথা বলা সত্য
অবেলায় কাটে যতেœ, নক্ষত্রের দৌড় ঝাঁপে
সময়ের মধ্যে নানান ভালোবাসায় মনে হয়
আমি একজনকে আঁকড়ে আছি অনন্ত পথ
চক্রে বক্রে পথের সন্ধান আঁকি নিজে
স্মৃতিস্মারক স্মরণীয় হয়ে থাকে অবাক সময়ে।