অদৃশ্য অস্তিত্ব
সাইদ মুহাম্মাদ ওলিউল্লাহ
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নক্ষত্রের অ্যাকুরিয়ামে ঝলমলে আলোর বিচ্ছুরণ
তার মাঝে একটা অদৃশ্য অস্তিত্বের অনুবাদ
ঠিকঠাক তরজমা জানি না!
পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান মানুষের অবয়ব
সব সৃষ্ট দূরবীণে ধরা পড়ে না- সেই নক্ষত্র
সেই আলো যথার্থ অনূদিত হয় না বর্ণমালায়!
গভীরতার পরিভাষায় এখনো অনাবিষ্কৃত
অনির্বাণ অপেরার ফলাফলে শূন্য দৃষ্টি
কিছুটা অধরা, অ-ছোঁয়া, অদৃশ্যের পাতায় মোড়া।
আমি একটা ক্ষুধার্ত অর্থের দিকে ছুটছি
যাতে ধরা দেয়- পূর্ণতার পরিব্যাপ্ততা
আমি এক ব্যর্থ অনুবাদক, পরাজিত আবিষ্কারক
তবুও খুঁজছি একটা নামীয় তরজমা।