প্রিন্ট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ এএম
আরো পড়ুন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কবিতার খাতাতে যখন বেদনার ছোঁয়া লাগে
তখন আর যাই হোক ভালোবাসা হয় না,
সমুদ্রের মতো করে এক বুক শূন্যতা নিয়ে
বাঁচা হয়তো ঠিকই যায়, কিন্তু প্রাণভরে হাসা যায় না।
তিমিরের তারাগুলো মিটি মিটি জ¦লে যায়
ফুলগুলো ফুটে যায়, প্রজাপতিও উড়ে যায়
কিন্তু ভালোবাসা কোথায় হারায়?
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ভালোবাসা কোথায় হারায়!
মাহমুদা টুম্পা
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কবিতার খাতাতে যখন বেদনার ছোঁয়া লাগে
তখন আর যাই হোক ভালোবাসা হয় না,
সমুদ্রের মতো করে এক বুক শূন্যতা নিয়ে
বাঁচা হয়তো ঠিকই যায়, কিন্তু প্রাণভরে হাসা যায় না।
তিমিরের তারাগুলো মিটি মিটি জ¦লে যায়
ফুলগুলো ফুটে যায়, প্রজাপতিও উড়ে যায়
কিন্তু ভালোবাসা কোথায় হারায়?