চারুলতা
সারোয়ার হোসেন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কোথায় আছো, কেমন আছো,
প্রিয় চারুলতা,
তোমার কথা মনে হলে
বাড়ে ব্যাকুলতা।
অনেক স্মৃতি এই মনেতে
বুকে চাপা পাথর,
বিছিয়ে দিলে এই হৃদয়ে
দুঃখ-ব্যথার চাদর।
তোমায় পেয়ে বুকে ছিল
উথলে ওঠা সুখ,
তুমি ছিলে এই জীবনে
সবচে’ প্রিয় মুখ।
হারিয়ে গেলে কোন বাসনায়
যাচ্ছে হৃদয় পুড়ে
তোমায় আজও খুঁজে বেড়াই
লোকালয়ে ঘুরে।
তোমায় ভেবে দু’চোখে বয়
দুঃখ নদীর জল,
হারিয়ে গেলে পাই না তো আর
বেঁচে থাকার বল।