এনাম আনন্দ
বর্ষা ও কুমারী নদী
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কদম-কেয়ার মুখে হাসি ফোটাতে
ধরায় এসেছে বর্ষা!
আষাঢ়ি বারিপাতে ফুলে উঠেছে কুমারী নদী
গোপন প্রণয়ে বিভোর প্রকৃতি!
প্রবল বর্ষণে আগুন লাগে অষ্টাদশী ঠোঁটে
কেয়াবন যেনো- হুড তোলা রিকশা!
ত্রিবেণী মরুপ্রান্ততে উথলায় কস্তুরী ঘামের তুফান!
মুহুর্মুহুতেই রাঙা হয়ে ওঠে হিমাদ্রিচোখ!