প্রিন্ট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
আরো পড়ুন
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যৌবনবতী বর্ষার ভরা যৌবনে
শান্ত স্নিগ্ধ জলজ বাতাস বহে চারিদিকে
সজীবতা ছায়া ফেলে সুনীল গগণে
কী কারণে তবু কেন জানি
একরাশ রুক্ষতা খেলা করে অবিরাম
আমার সবটা জুড়ে ভেতরে বাহিরে,
জলে জলে ভিজে সবই অনন্য অপরূপ
হৃদয় পুড়িয়ে তবু কৃষ্ণবর্ণ ধূপ
আমি জলের ধারে পাষাণসম নিথর নিশ্চুপ
নিভু নিভু জ¦লে আশার প্রদীপ
ডুবোচরে ভরে গেছে আমার ব-দ্বীপ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
যৌবনবতী বর্ষার ভরা যৌবনে
শান্ত স্নিগ্ধ জলজ বাতাস বহে চারিদিকে
সজীবতা ছায়া ফেলে সুনীল গগণে
কী কারণে তবু কেন জানি
একরাশ রুক্ষতা খেলা করে অবিরাম
আমার সবটা জুড়ে ভেতরে বাহিরে,
জলে জলে ভিজে সবই অনন্য অপরূপ
হৃদয় পুড়িয়ে তবু কৃষ্ণবর্ণ ধূপ
আমি জলের ধারে পাষাণসম নিথর নিশ্চুপ
নিভু নিভু জ¦লে আশার প্রদীপ
ডুবোচরে ভরে গেছে আমার ব-দ্বীপ।