নকুল শর্ম্মা
মেঘের চিঠি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আজ বাতাসে অন্যরকম ব্যাকুলতা-
খিড়কি দুয়ারের খিলকাঠিটা ঠকঠক করছে,
তোমার নীল ওড়নায় মেঘের চিঠি।
বৃষ্টির বার্তা বাহক ফিরে গেছে ঐ পাহাড় চূড়ায়
উদোম শরীরে লেপটে নিয়েছে বাতাসের ঘ্রাণ,
তোমার জন্য রেখে গেছে শুভ্র মেঘের ডালা।
মনের পাতায় লেখা ভালোবাসার গল্পগুলো
তোমাকে সাজায় শত জনমের প্রিয়ার কল্পনায়,
কানে কানে বলে যায় বড্ড ভালোবাসি।