মৃত্যু
নাদিম আহমেদ
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মৃত্যু একটি শব্দ
ঝরে পড়ার আওয়াজ
মানুষ থেকে নিমেষেই লাশ!
জীবন থেমে গেলে সবশেষ!
প্রিয় নামটি পাল্টে যায়!
নামের সাথে একটা
শব্দ জুড়ে দেয়- লাশ!
লেনাদেনা, ক্ষোভ, আক্ষেপ
সবকিছু ছাপিয়ে একটা শব্দ- লাশ!
তার ভেতর লুকিয়ে থাকা
আরেকটা শব্দ- ভয়!
কিছুক্ষণ আগেও কারো
বাবা, কারো মা,
কারো ভাই অথবা বোন ছিল!
যে শরীরটা কয়েক ঘণ্টা আগেও
সতেজ ছিল, দাম ছিল,
এখন লাশ! এখন ভয়!
যে শরীরটা পরিবারের জন্য
কত কষ্ট করেছে
জীবনহীন সেই শরীর মূল্যহীন!
যে শরীরটা দাপিয়ে বেড়াত
যার ভয়ে সবাই কাঁপত
আজ সেই শরীর মূল্যহীন!
সারাজীবন আগলে রাখার
কথা বলা প্রিয় মানুষটিও
অগোচরে হাত ছেড়ে দিয়েছে!
জীবনহীন শরীর মূল্যহীন!
শোকেসে তাকে সাজিয়ে রাখা
ছবিগুলোতে শোকের মাতম চলবে
হয়তো আরো কিছুদিন!
মানুষ মরে গেলে
কতদূরে চলে যায়?
জীবনহীন মানুষের শরীর
বড্ড অপ্রয়োজনীয়!
পৃথিবীতে তার মূল্য নেই!