×

খবর

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ও ২৮ সাংবাদিকসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Icon

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম অফিস : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের অপহরণ-নির্যাতনসহ ১০ ধরনের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং চট্টগ্রামের ২৮ সাংবাদিকসহ মোট ১০৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি মামলার আবেদন করেছেন এক নারী। মামলায় নাম উল্লিখিত আসামিদের মধ্যে ২৮ জনই বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক। গত বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী নূর ই খোদা বলেন, মামলার আবেদন আদালতে জমা দেয়া হয়েছে। এরপর আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। পিবিআইয়ের প্রতিবেদন আসার পর মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী হাসিনা মমতাজ (৫৫) নগরীর কোতোয়ালি থানার নজির আহমদ চৌধুরী রোড বাই লেইন চেয়ারম্যান গলির বাসিন্দা সৈয়দ আবুল হাসেমের মেয়ে। সৈয়দ আবুল হাসেম চট্টগ্রাম নগর বিএনপির নেতা ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র বিএনপির নেতা। মামলার এজাহারে বলা হয়েছে, হাসিনা মমতাজ চট্টগ্রামের মোহরা ছায়েরা খাতুন কাদেরিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল।

যে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে তারা হলেন- দৈনিক আজাদীর শুকলাল দাশ, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী, সময় টিভির কমল দে, ইনডিপেনডেন্ট টিভির অনুপম শীল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজের যুগ্ম মহাসচিব কাজী মহসিন, বিএফইউজের নেতা আজহার মাহমুদ, সাংবাদিক রতন কান্তি দেবাশীষ, উজ্জ্বল কান্তি ধর, সারাবাংলাডটনেটের রমেন দাশগুপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিন্টু চৌধুরী ও উত্তম সেনগুপ্ত, সমকালের মোহাম্মদ কুতুব উদ্দিন, একুশে টিভির একরামুল হক বুলবুল, দৈনিক আজাদীর ঋত্বিক নয়ন, দৈনিক পূর্বদেশের রাহুল দাশ নয়ন, প্রতিদিনের বাংলাদেশের সুবল বড়ুয়া, দীপ্ত টিভির রুনা আনসারী, একুশে টেলিভিশনের রফিকুল বাহার, চট্টগ্রাম প্রতিদিনের আয়ান শর্মা, দৈনিক পূর্বকোণের বিশ্বজিৎ রাহা, দৈনিক আজাদীর আমিনুল ইসলাম মুন্না, ডিবিসি টেলিভিশনের মাসুদুল হক, রাশেদ মাহমুদ, আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্যাহ, দৈনিক ভোরের কাগজের সমরেশ বৈদ্য ও সিপ্লাস টিভির স্বরুপ ভট্টাচার্য্য। এছাড়া মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মা এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি এবং অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জন। এদিকে এই মামলার এজাহারে বাদী হাসিনা মমতাজ নিজেকে একটি কলেজের প্রিন্সিপাল দাবি করলেও বিভিন্ন মাধ্যমে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মাসে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদ দখলে রাখা, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আন্দোলনে নেমেছিল ছাত্রীরা।

মামলার আবেদনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মহিউদ্দিনের পরিকল্পনা ও অর্থায়নে অন্য আসামিরা মিলে বিভিন্ন অপরাধ করেছেন বলে দাবি করা হয়েছে। আবেদনে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার মধ্যে ‘বিভ্রান্তিমূলক ও মিথ্যা’ সংবাদ প্রচার, স্বৈরাচারী সরকারের অপকর্ম ও দুর্নীতি ধামাচাপা দেয়া, সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা-নির্যাতনের ছবি প্রকাশ না করার মতো বিষয় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App