নারায়ণগঞ্জ বার
বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিএনপিপন্থি প্যানেল নির্বাচিত
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিএনপিপন্থি আইনজীবীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ অন্য সবাইকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বেনজির আহমেদ বলেন, কোনো প্রতিদ্ব›দ্বিতা না থাকায় নির্বাচন ছাড়াই চূড়ান্তভাবে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।