বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া বাসের চাপায় জোসনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে রাস্তা পারাপারের সময় জুরাইন পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। জোসনা বেগমের ছেলে পলাশ বলেন, বুধবার রাতে আমার মা আমার ছেলেকে নিয়ে হাসনাবাদে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। তখন রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস আমার মাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা আমার মাকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। খবর পেয়ে আমরা অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।