×

খবর

ড. ফায়েজ ইউজিসির নতুন চেয়ারম্যান

৫ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

Icon

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলকে উপাচার্য হিসেবে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হয়েছে।

ইউজিসির চেয়ারম্যান নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন; এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে। আর ভিসিদের নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে; তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি উপাচার্য ও ইউসিজির চেয়ারম্যানকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এই দুই ভিসিকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে না থাকা এবং নানাভাবে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তুলে ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের পদধারীদের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টসহ বিভিন্ন দপ্তর প্রধানরা। অবশ্যই কিছু কিছু দায়িত্বশীলরা নিজ থেকেও পদত্যাগ করেছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিরাজ করছে প্রশাসনিকভাবে অচলাবস্থা। এই অচলাবস্থা কাটাতে দ্রুত এসব নিয়োগ দেয়ার উদ্যোগ নেয় সরকার। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) উপউপাচার্য ও ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App