বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বাংলা একাডেমিতে অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, আমাকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়ার চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আশা করা যায় আগামী রবিবার বাংলা একাডেমিতে যোগ দেব। উল্লেখ্য, অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ আগস্ট পদত্যাগ করেন।