×

খবর

আনসারদের লাঠিপেটা ছেলের খোঁজে গিয়ে আহত বাবার মৃত্যু

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মো. শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আনসার সদস্যদের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে গত ২৫ আগস্ট সচিবালয়ের সামনে গুরুতর আহত হন গাড়িচালক শাহিন। ছেলের খোঁজে সেখানে গেলে আনসার সদস্যদের লাঠিপেটার শিকার হন তিনি।

শাহিনের বাড়ি খুলনার মোংলা থানার কচুবুনিয়া গ্রামে। তার বাবার নাম সোবহান হাওলাদার। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন রাজধানী খিলগাঁও গোড়ান ৩০ নম্বর রোডের একটি বাসায়।

হাসপাতালের মর্গে তার ছেলে হাসান আহমেদ বিশাল জানান, বন্ধুদের সঙ্গে তিনিও কোটা সংস্কার অন্দোলন থেকে শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছিলেন। ২৫ আগস্ট সাধারণ আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে উপদেষ্টার দায়িত্ব পালন করা দুই সমন্বয়ককে অবরুদ্ধ করে এবং শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে তাদের ওপর হামলা করে। এ খবর শুনে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি সচিবালয়ের সামনে যান। রাত ৯টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে তারা মাঝে আটকা পড়েন। সেখান থেকে বিশাল তার বাবাকে ফোন দেন। ছেলে ও তার বন্ধুদের উদ্ধারের জন্য সেখানে যান শাহিন হাওলাদার। সচিবালয়ের সামনে ছেলেকে খুঁজছিলেন তিনি। তখন আনসার সদস্যরা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে।

বিশাল জানান, অনেকক্ষণ পর তার বাবাকে ফোন করলে এক শিক্ষার্থী ফোন রিসিভ করে জানান, আনসার সদস্যরা তাকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ওই রাতেই ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ভর্তি করেন হাসপাতালের আইসিইউতে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।

বিশালের বন্ধু রমজান হাওলাদার বলেন, আমার বন্ধুর বাবাকে পেটানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাহবাগ থানার এসআই মো. সানাউল হক জানান, পরিবারের আবেদনে শাহিন হাওলাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App