×

খবর

কানাডায় অর্থ পাচার

সাবেক এমপি শিমুল ও তার স্ত্রীর দুর্নীতি অনুসন্ধানে দুদক

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : কানাডায় বিপুল পরিমাণ অর্থ পাচার এবং বিলাসবহুল বাড়ি গড়েছেন নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতি। তাদের অর্থ পাচার ও হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে টিআর-কাবিখা বরাদ্দে ব্যাপক অনিয়ম ও লুটপাট করেছেন এমপি শিমুল। নিয়োগ বাণিজ্য করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দুর্নীতির টাকায় শিমুল নাটোর ও কানাডার বেগমপাড়ায় স্ত্রীর নামে বিলাসবহুল দুটি বাড়ি করেছেন। আয়কর ফাইল অনুযায়ী, এমপি শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতি একজন গৃহবধূ। কিন্তু তার নামে দেশ-বিদেশে রাজপ্রাসাদসম দুটি বাড়ি রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে জান্নাতির সম্পদ ছিল ২ কোটি ১৪ লাখ টাকার। পরের বছর তার সম্পদ বৃদ্ধি পায় ১৬ লাখ টাকা। কিন্তু করোনা ভাইরাস মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরে তার সম্পদ বেড়েছে ৪ কোটি ২২ লাখ টাকার বেশি। সম্পদ বৃদ্ধির হার ২৮৪ শতাংশ বলে জানা যায়। কানাডার ব্যাংকে তিনটি হিসাব খুলে কোটি কোটি টাকা পাচার করেছেন সাবেক এমপি শিমুল। অভিযোগ রয়েছে, তিনি নিজের নামে দুটি এবং কানাডার একজন নাগরিকের নামে হিসাব খুলে শত কোটি টাকা বিভিন্ন সময় পাচার করেছেন।

নাটোর-২ আসনের সাবেক এই সংসদ সদস্য ২০১৪ সালে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। একই বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৮ ও ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য হন। হাসিনা সরকার পতনের পর গত ১৫ আগস্ট শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

আমি পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

আমি পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App