×

খবর

ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর ড্রোন হামলায় নিহত ১

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন স্থানীয় বিদ্রোহীরা। তারা ড্রোন ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর ওপর বোমা ফেলেছেন। পুলিশ এ ঘটনাকে অশান্ত উত্তর-পূর্ব অঞ্চলে ‘উল্লেখযোগ্য সহিংসতা বৃদ্ধি’ বলে বর্ণনা করেছে।

পুলিশ বলেছে, গত রবিবার ‘অপ্রত্যাশিত ওই হামলায়’ ৩১ বছর বয়সি একজন নারী নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। বিদ্রোহীরা ড্রোন ব্যবহার করে রকেটচালিত গ্রেনেডের ‘হেড’ ফেলেছেন। ২০২৩ সালের মে মাসের শুরুর দিকে ভারতের পাহাড়ি রাজ্য মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের ভয়াবহ দাঙ্গা বাঁধে।

মণিপুরের সমতলে বসবাস করা মেইতেইরা মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ। অন্যদিকে কুকিরা খ্রিস্টান সম্প্রদায়ের। মণিপুর রাজ্যের মেইতেই সম্প্রদায় দীর্ঘদিন ধরে তাদের তফসিলি উপজাতির মর্যাদা দেয়ার দাবি জানিয়ে আসছে। উপজাতির মর্যাদা থাকলে জমির মালিকানা ও সরকারি চাকরিতে কোটা সুবিধা পাওয়া যায়।

মণিপুর হাইকোর্ট গত বছর মেইতেইদের তফসিলি উপজাতির মর্যাদা দেয়ার সুপারিশ করেন, যা নিয়ে তীব্র আপত্তি জানান কুকিসহ অন্য উপজাতি সম্প্রদায়ের মানুষ। এর জেরেই গত ৩ মে থেকে মণিপুরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে।

প্রায় এক মাস ধরে চলা ওই দাঙ্গায় অন্তত ২০০ মানুষ নিহত হয়েছেন। বিনষ্ট হয় কোটি কোটি টাকার সম্পত্তি। ঘরবাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। গত বছর ওই দাঙ্গার পর বিদ্রোহীরা মণিপুরের মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের একটি অংশ অবরোধ করে রেখেছেন।

মণিপুর পুলিশের পক্ষ থেকে গত রবিবার এক বিবৃতিতে বলা হয়, ‘সাধারণত যুদ্ধে ড্রোনের মাধ্যমে বোমা ফেলার ঘটনা ঘটে। তবে সম্প্রতি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণে ড্রোনের ব্যবহার সহিংসতার উল্লেখযোগ্য বৃদ্ধির কথাই বলছে।’

রাজ্যের রাজধানী ইম্ফলের কাছেই ওই হামলা চালানো হয়েছে এবং ‘কুকি’ বিদ্রোহীরাই ওই হামলা করেছে বলেও বিবৃতিতে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App