সিডিএর নতুন চেয়ারম্যান নুরুল করিম
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে সরিয়ে প্রকৌশলী মো. নুরুল করিমকে দায়িত্ব দেয়া হয়েছে। মাত্র ৪ মাস ৮ দিন আগে মোহাম্মদ ইউনুছ রাজনৈতিকভাবে সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ইউনুছের পাশাপাশি সিডিএর সব সদস্যকেও অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- এম আশরাফুল আলম, জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মো. ফারুক, মুনির উদ্দিন আহমদ, জসিম উদ্দীন শাহ, আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও আলী আহমেদ।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ২৪ এপ্রিল আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে সিডিএ চেয়ারম্যান হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়।
এদিকে সিডিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী নুরুল করিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকূপা গ্রামে। তার বাবা অধ্যাপক তোফায়েল আহমদ চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। প্রকৌশলী মো. নুরুল করিম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ২০১৫ সালে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), বিতরণ প্রকল্প পদে দায়িত্ব পালনকালীন অবসর নেন। কর্মজীবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিডিএ চেয়ারম্যান ইউনুছের পদত্যাগের দাবিও ওঠে। ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর তার নির্দেশে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।