বস্ত্র ও পাট উপদেষ্টা
বিজেএমসির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিজেএমসি প্রধান কার্যালয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গতকাল রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজেএমসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং সভাপতিত্ব করেন বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ। এ সময় বিজেএমসি অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজেএমসির সার্বিক বিষয় তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি
প্রধান অতিথি বলেন, বিজেএমসি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, পরিবর্তিত পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে শিগগিরই একটি সহজ পরিস্থিতি তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজেএমসির পরিচালক, উপদেষ্টা, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।