×

খবর

সিলেট এসপি

অপেশাদার পুলিশের কারণে বাহিনীতে করুণ অবস্থা

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেট অফিস : সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, কিছু অপেশাদার অফিসারের কারণে পুলিশ বাহিনীর করুণ অবস্থা চলছে। পরিবর্তিত পরিস্থিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। আমি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করব। যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। কারণ আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না।

গতকাল রবিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে নজর রাখা হবে। এছাড়া ছাত্র আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এ টি এম তুরাবসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পুলিশ সুপার বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এখানের প্রবাসীরা সব সেবা নির্বিঘেœ পাবে। এছাড়া চিনিসহ সব ধরনের চোরাচালান রোধে এখন থেকে আরো কঠোর ভূমিকা পালন করবে জেলা পুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না। এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এসপি।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এরপর ৩০ আগস্ট সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App