×

খবর

নরসিংদী-গোপালগঞ্জ

সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ১০

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : নরসিংদী ও গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে ও গত শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ : জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের উপর গতকাল রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকামুখী যাত্রীবাহী বাস এমাদ পরিবহনের সঙ্গে একটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ কমপক্ষে ৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

কাশিয়ানী থানার এসআই মো. সেলিম ঘটনাস্থল থেকে জানান, মুখোমুখি সংঘর্ষে এমাদ পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাস ও ট্রাক মহাসড়কের উত্তর পাশের খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, খুলনার বাসিন্দা বাসচালক সাগর (৩৫), যাত্রী সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রহিজ শেখ (২৪) ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী ও গোপালগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানার কর্মকর্তারা ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

নরসিংদী : নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ জন।

গত শনিবার রাত সাড়ে ৯টায় মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের এমরান মিয়ার স্ত্রী তানজিনা জেরিন (২৪), আনোয়ার হোসেনের স্ত্রী কামরুন নাহার (৩৫), তার ছেলে সাজিত (১২), সাদ্দাম হোসেনের মেয়ে ছাবিহা (১৪) এবং জাকির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

আহত ও নিহতদের স্বজনরা জানান, রাজধানীর মিরপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে মাইক্রোবাসযোগে নরসিংদীর রায়পুরার বাড়িতে ফিরছিলেন ৮ জন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে ইটাখোলা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহসহ গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে চালক আনোয়ার হোসেন মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আশকারী বলেন, ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা শেখ হাসিনাকে ‘দৈত্য’ বানাল, প্রশ্ন ফারুকীর

কারা শেখ হাসিনাকে ‘দৈত্য’ বানাল, প্রশ্ন ফারুকীর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App