অ্যাকশনে সিসিক
আবারো দখলমুক্ত হচ্ছে নগরের সড়ক-ফুটপাত
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিলেট অফিস : ঘোষণা দিয়ে অ্যাকশনে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। আবারো দখল হওয়া মহানগরের সড়ক-ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের (হকার্স) উচ্ছেদে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টা থেকে অভিযানে নামে সিসিকের টিম। নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে অম্বরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। প্রথম দিন শুধু হাকারদের সরিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তী সময়ে তারা সড়ক বা ফুটপাতে বসলে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সিলেট শহরের ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অথচ তাদের জন্য লালদীঘির পাড়ে অস্থায়ী হকার মার্কেটের খালি স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে রেখেছে সিটি করপোরেশন। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় নগরজুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাই জনস্বার্থে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে কয়েকদিন ধরে নগরীতে মাইকিং করা হয়েছে। সড়ক ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য সতর্ক করতে আজ আমরা অভিযান পরিচালনা করেছি। এই সিলেটকে সুন্দর করতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা ফুটপাতের ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তারপরও কেউ অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটালে পরবর্তী সময়ে পদক্ষেপ নেয়া হবে। অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন প্রমুখ। অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনীর একটি টিম।