×

খবর

চমেক হাসপাতাল

চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনে রোগীদের দুর্ভোগ

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম অফিস : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় ১ ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। ‘কমপ্লিট শাটডাউন’র অংশ হিসেবে হাসপাতালের মূল ফটক ও জরুরি বিভাগ বন্ধ রাখা হয়। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়া হয়। ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি নিয়মিত চিকিৎসকরা ও নার্সরা এ কর্মসূচিতে যোগ দেন।

চিকিৎসকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়ে চমেক হাসপাতাল। এতে বিপাকে পড়েন রোগীরা। জরুরি বিভাগে চিকিৎসাসেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা। তবে জরুরি বিভাগে আসা রোগীদের অসহায়ত্বের কথা বিবেচনা করে বিকাল ৪টা থেকে ফের চিকিৎসাসেবা শুরু করেন দায়িত্বরত চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমাদের জরুরি বিভাগের চিকিৎসাসেবা প্রায় পৌনে এক ঘণ্টার মতো বন্ধ ছিল। পরে রোগীদের অসহায়ত্ব দেখে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারো সেবা দেয়া শুরু করা হয়।’ এক প্রশ্নের জবাবে এ চিকিৎসক আরো বলেন, ‘জরুরি বিভাগে রোগী আসা বন্ধ ছিল না। এ সময়টাতে রোগীরা অপেক্ষা করছিল। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছে। কেউ চিৎকার চেঁচামেচি হাউমাউ করছিল। তবে প্রায় রোগীরাই অপেক্ষায় ছিলেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন খান বলেন, ‘চট্টগ্রামেও অল্প সময়ের জন্য কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে ওয়ার্ডের চিকিৎসকরা রোগীদের সেবা দেন। তাছাড়া আমাদের জরুরি বিভাগের সেবাও বর্তমানে অব্যাহত রয়েছে। বিকাল ৪টা থেকে জরুরি বিভাগে আসা রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা।’ তিনি আরো বলেন, কর্মবিরতির এ সময়টাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও ইন্টার্ন চিকিৎসকরা অল্প সময়ের জন্য সেবাটা বন্ধ রেখেছিল।

এখন সব ঠিকঠাক আছে। কোনো সমস্যা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App