×

খবর

বিআইডব্লিউটিএ কার্যালয় পরিদর্শনে নৌ উপদেষ্টা

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। গতকাল রবিবার তিনি কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনের আগমন উপলক্ষে ভবনের কনফারেন্স রুমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্তৃপক্ষের সদস্য ও বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত হন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিআইডব্লিউটিএর যাবতীয় কার্যাবলী, বাস্তবায়নাধীন প্রকল্পসহ এই দপ্তরের সংক্ষিপ্ত পরিচিত উপদেষ্টার সম্মুখে তুলে ধরেন। উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে নৌ সেক্টর তথা দেশ পুনর্গঠনে সচেষ্ট থাকার আহ্বান জানান। এছাড়া তিনি বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম আরো গতিশীল করতে নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ব্রি. জে. (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে এসে প্রথম সরজমিন পরিদর্শন করেন। তিনি পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত অন্য দপ্তরগুলোও পর্যায়ক্রমে সরজমিন পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

তারেক রহমান সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App