স্যামসাং টিভিতে তিন বছরের ওয়ারেন্টি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নির্ধারিত মডেলের টেলিভিশনে ৩ বছরের কমপ্লিট ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং। স্যামসাং টিভি ক্রেতারা প্যানেল, স্পেয়ার পার্টস ও বিক্রয় পরবর্তী সময়ে সেবার ক্ষেত্রে বর্ধিত ওয়ারেন্টির সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি
আগ্রহী ক্রেতাদের জন্য নির্দিষ্ট টিভি মডেলগুলোর মধ্যে রয়েছে- কিউএ৮৫কিউএন৯০০ডি, কিউএ৭৫কিউএন৮৫ডিবি, কিউএ৬৫কিউএন৮৫ডিবি, কিউএ৫৫কিউএন৮৫ডিবি, কিউএ৭৭এস৯৫ডিএ।
, কিউএ৬৫এস৯৫ডিএ, কিউএ৫৫এস৯৫ডিএ, কিউএ৭৫কিউ৬০ডিএ, কিউএ৬৫কিউ৬০ডিএ, কিউএ৫৫কিউ৬০ডিএ, ইউএ৮৫ডিইউ৮০০০, ইউএ৭৫ডিইউ৮০০০, ইউএ৬৫ডিইউ৮০০০, ইউএ৫৫ডিইউ৮০০০, ইউএ৫০ডিইউ৮০০০, ইউএ৪৩ডিইউ৮০০০, ইউএ৭৫ডিইউ৭৭০০, ইউএ৬৫ডিইউ৭৭০০, ইউএ৫৫ডিইউ৭৭০০, ইউএ৫০ডিইউ৭৭০০, ইউএ৪৩ডিইউ৭৭০০, ইউএ৫৫ডিইউ৭৭৫০, ইউএ৫০ডিইউ৭৭৫০, ইউএ৪৩ডিইউ৭৭৫০, ইউএ৫০ডিইউ৭৫০০ এবং ইউএ৪৩ডিইউ৭৫০০। গত ১ জুলাইয়ের পর কেনা ওপরে উল্লেখিত নির্দিষ্ট মডেলের টিভির ক্ষেত্রে সম্পূর্ণ ওয়ারেন্টি পাওয়া যাবে।