চট্টগ্রামে থানায় ভাঙচুরে আরো দুই মামলা
আসামি ২৮ হাজার
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো দুটি মামলা হয়েছে। মামলায় ২৮ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং ও হালিশহর থানায় পুলিশের পক্ষ থেকে নতুন করে এ দুটি মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী তারেক আজিজ জানান, গত ৫ আগস্ট নগরীর বিভিন্ন থানার পাশাপাশি ডবলমুরিং ও হালিশহর থানায়ও হামলা-ভাঙচুর করা হয়। এছাড়া থানা থেকে অস্ত্র লুট ও অগ্নিসংযোগও করা হয়। এসব ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদী হয়ে ১০ থেকে ১২ হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এছাড়া হালিশহর থানার এসআই তৌফিকুল ইসলাম ১৫ থেকে ১৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
এর আগে, গত ২২ আগস্ট থেকে ২৪ অগাস্ট পর্যন্ত নগরীর কোতোয়ালি, আকবরশাহ, ইপিজেড, পতেঙ্গা, সদরঘাট ও পাহাড়তলী থানায় পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর চট্টগ্রাম নগরীর ১১টি থানায় হামলা চালানো হয়। আগুন দেয়া হয় ৮টি থানায়। ৬টি থানা থেকে লুট করে নেয়া হয় অস্ত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোতোয়ালি, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিং থানা।