প্রকৌশলী সামছুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ফেনীর বিশিষ্ট সমাজসেবক সামছুল হক মজুমদারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে প্রয়াতের ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাটের আমজাদ মজুমদার বাড়ি জামে মসজিদ, আলহাজ সামছুল হক মজুমদার জামে মসজিদ, ফেরদৌস নগর জামে মসজিদ, পূর্বদেবপুর জামে মসজিদ ও আড্ডাদার বাড়ি জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে তার রুহের মাগফেরাত কামনার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য মরহুম সামছুল হক মজুমদার বিজেএমসির অবসরপ্রাপ্ত প্রকৌশলী জাকির হোসেন মজুমদার ও বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদারের পিতা।