ত্রাণ, ওষুধ ও চিকিৎসাসেবা বিজিবির
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) উদ্যোগে বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ-চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। ফেনী সদর উপজেলার স্টারলাইন স্কুল, দক্ষিণ গোবিন্দপুর, ফাজিলপুর, রাতানিয়া মটুবি ও কচুয়া এলাকায় ১ হাজার ৯৬০টি; সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর ও চর ল²ীপুর এলাকায় ১০০০টি; দাগনভূঁঞা উপজেলার জয়লস্করা, উত্তর আলিপুর ও জগতপুর এলাকায় ৮৬৪টি; ছাগলনাইয়া উপজেলার রাধানগর ও দৌলতপুর এলাকার ৫৩৩টি; ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর ও আমজাদহাট এলাকায় ১১৫টি এবং পরশুরাম উপজেলার বাউরপাথর এলাকার ৬৮৫টি পরিবারসহ মোট ৪ হাজার ৫৫৭টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
এর আগে গতকাল সকালে ফেনীর ছাগলনাইয়ার যশপুরে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী বন্যাদুর্গত মির্জা বাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকায় এবং উত্তর ও দক্ষিণ সতর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়।
অন্যদিকে, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) উদ্যোগে ফেনী সদর উপজেলার বন্যাদুর্গত গীতাবাড়ী এলাকায় ৫০০টি এবং ফুলগাজী উপজেলার নোয়াপুর এলাকায় ৭০০টিসহ মোট ১ হাজার ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।