ব্রেকিং |
শিক্ষাবিদ আনোয়ারি কবিরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী আনোয়ারি কবিরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। তিনি ২০২১ সালের ২৯ আগস্ট ৯৪ বছর বয়সে মারা যান। আনোয়ারি কবির দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত খায়রুল কবিরের স্ত্রী।
আনোয়ারি কবির কলকাতা ব্রিটিশ ভারতে জন্ম নেন, লরেটো কনভেন্ট, লেডি ব্রেবোর্ন কলেজ এবং অবশেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে ইংলিশ মিডিয়াম স্কুল লিটল জুয়েলস প্রতিষ্ঠা করেন যা বর্তমানে ৬৮ বর্ষে পা দিয়েছে।
তিনি পূর্ব পাকিস্তান মহিলা সমিতির (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে তিনি নিখিল পাকিস্তান মহিলা সমিতির (এপিডব্লিউএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আনোয়ারি কবির পাকিস্তানে জোন্টা ইন্টারন্যাশনাল ক্লাব (পেশাজীবী মেয়েদের একটি ইন্টারন্যাশনাল ক্লাব) চালু করেছিলেন এবং এর সভাপতি ছিলেন। তিনি জাপান থেকে বাংলাদেশ পর্যন্ত দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্বাচিত গভর্নর হয়েছিলেন। তিনি জোন্টা ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বোর্ডে নির্বাচিত হন এবং ভারতীয় উপমহাদেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি এই স্বীকৃতি অর্জন করেন।
তিনি তার ব্যক্তিগত ক্ষমতায় মহিলাদের জন্য সুদমুক্ত ঋণ প্রবর্তন করেন, এছাড়া সাপ্তাহিক মেডিকেল সেন্টার এবং মাঠপর্যায়ে সাপ্তাহিক চক্ষু সার্জারি সেন্টার চালু করেন। আজ ঘোড়াশালে তার পৈতৃক নিবাসে দোয়া মাহফিল ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।