×

খবর

হাবিপ্রবি

উপাচার্য নিয়োগে দাবি বেঁধে দিলেন শিক্ষার্থীরা

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি থেকে : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবিলম্বে উপাচার্য নিয়োগসহ একাধিক দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা দাবি উল্লেখ করে বলেন, বর্তমানে আমাদের ক্যাম্পাসে প্রশাসনিক কাঠামোর ভাঙনের ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভয়াবহ সেশনজটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা আজ হুমকির মুখে। স্বৈরাচার সরকার ও তাদের দোসররা বিশ্ববিদ্যালয়ের কাঠামো নষ্ট করে পড়াশোনার মানকে নিচে নামিয়ে এনেছিল। আমরা চাই না, দলীয় কেউ দায়িত্বে এসে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলুক। তারা আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেশনজট নিরসনে চার মাসের সেমিস্টার বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসনসহ পরবর্তী শিক্ষক নিয়োগে সব শিক্ষকের পিএইচডি ডিগ্রীধারী নিশ্চিতকরণ, পড়াশোনার উপযোগী ক্লাস রুমের ব্যবস্থা গ্রহণ, আধুনিক ল্যাব-ফ্যাসিলিটিস নিশ্চিত করা, পরীক্ষা পরবর্তী ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা, ক্রেডিট ফি সর্বোচ্চ নূন্যতম পর্যায়ে নামিয়ে আনা হোক।

, পরিবহন ব্যাবস্থার উন্নতি করা, আবাসিক হলগুলোর সংস্কার, ভর্তুকিসহ প্রত্যেকটি হলে ক্যান্টিন ও ডাইনিং চালুর পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবারের মান বাড়ানোসহ আরো প্রয়োজনীয় বিষয় রয়েছে- যা কেবল একজন নিরপেক্ষ, নির্দলীয়, সৎ ও যোগ্য উপাচার্য-ই পূরণ করতে পারবেন। তাই রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন থাকবে, যেন আমাদের সমস্যাগুলো নিরসনে তিনি দ্রুত একজন নিরপেক্ষ, যোগ্য ও সৎ ব্যাক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App