চট্টগ্রামে বন্যায় কৃষি খাতে ৩৯৪ কোটি টাকার ক্ষতি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম অফিস : সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার ১৫টি উপজেলা ও নগরীর বিভিন্ন এলাকায় কৃষি খাতে ৩৯৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব এলাকায় আমন-আউশ ও গ্রীষ্মকালীন সবজি চাষের জমি পুরোপুরি বা আংশিকভাবে প্লাবিত হয়েছে। অনেক এলাকায় এখনো পানি জমে থাকায় এবং আউশ-আমনের বীজতলা এখনো ডুবে থাকায় ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি নামার পর কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সঠিক তথ্য জানাতে সক্ষম হবেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, এবারের ক্ষতি পুষিয়ে উঠা তাদের পক্ষে খুব কঠিন হবে। অনেকেই ধার-দেনা করে চাষাবাদ করেছিলেন, এখন তাদের চিন্তা বাড়ছে। এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। কৃষকরা সরকারের কাছে দ্রুত ত্রাণ সহায়তা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
প্রাথমিক হিসাব অনুযায়ী, রোপা আমনের ক্ষতিই সবচেয়ে বেশি। প্রায় ১৩ হাজার ৮৩১ হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ নষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২৫১ কোটি ৬৩ লাখ টাকা। বন্যায় প্রায় ১ লাখ ৬১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা আউশ ধান কাটার প্রস্তুতি নিলেও, বন্যায় তাদের আশা ভঙ্গ হয়েছে। আউশের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। ফটিকছড়ি উপজেলায় কৃষি খাতে সবচেয়ে বেশি প্রায় ৯৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। এরপর মীরসরাই, হাটহাজারী, লোহাগাড়া, সাতকানিয়া এবং সীতাকুণ্ড উপজেলায়ও বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। নগরীর পাঁচলাইশ এবং ডবলমুরিং এলাকায় আমনের চাষ হলেও, বন্যায় সেখানেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক কৃষিবিদ ওমর ফারুক জানিয়েছেন, বন্যায় কৃষি খাতে যে ক্ষতি হয়েছে তা পূরণে অনেক সময় লাগবে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে, কারণ অনেক এলাকায় এখনো পানি জমে আছে।