স্বরাষ্ট্র উপদেষ্টা
বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার হাসপাতাল পরিদর্শনের সময় আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ সময় আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। নামিদামি চিকিৎসকরা এখানে বিশ্বমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। এজন্য সংক্রমণ এড়ানোর লক্ষ্যে সাংবাদিকসহ দর্শনার্থীদের হাসপাতালে কম আসার পরামর্শ দেন উপদেষ্টা।
উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে ৩ জন বিজিবি সদস্য নিহত (দুজন র্যাবে কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ঢাকা বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে চারজন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আসা ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনজন শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি