শাহপরীর দ্বীপে অভিযান
বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ আটক ২
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মিয়ানমার কিয়াটসহ ২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। বিজ্ঞপ্তি
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবরে গত ২০ আগস্ট মধ্যরাতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচরসংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত দেয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা হাই স্পিড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করে।
বোটে তল্লাশি চালিয়ে ৫৪৯২ দশমিক ৫ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫ লাখ বাংলাদেশি টাকা ও ১ কোটি ৭৭ লাখ মিয়ানমার কিয়াটসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।